ট্রাম্পের দাবি: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত তাকে আশ্বস্ত করেছে যে, তারা রাশিয়ার সমুদ্রপথে আসা অপরিশোধিত তেল কেনা সীমিত করবে। ওয়াশিংটন কয়েক মাস আগেই এই ক্রয়-বাণিজ্যের কারণে নয়া দিল্লির ওপর ২৫ শতাংশ শুল্ক-দণ্ড আরোপ করে। ট্রাম্প আরও বলেছেন, চীনকেও একই পদক্ষেপ নিতে রাজি করানোর চেষ্টা করবেন। কারণ ওয়াশিংটন এখন মস্কোর জ্বালানি আয়ের উৎস বন্ধ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। বর্তমানে রাশিয়ার সমুদ্রপথে তেল রপ্তানির দুই বৃহত্তম ক্রেতা হলো ভারত ও চীন। সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আমাকে আশ্বস্ত করেছেন যে- রাশিয়া থেকে আর কোনো তেল কেনা হবে না। জানেনই তো, এটা তাৎক্ষণিকভাবে বন্ধ করা যায় না। কিছুটা সময় লাগে, কিন্তু প্রক্রিয়াটা খুব শিগগিরই শেষ হবে। তিনি আরও দাবি করেন, যদি ভারত রাশিয়া থেকে তেল না কেনে, তাহলে আমার জন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ঘটানো অনেক সহজ হবে। যুদ্ধ শেষ হলে তারা (ভারতীয়রা) আবার রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে।

ভারত তাৎক্ষণিকভাবে ট্রাম্পের মন্তব্যের সত্যতা স্বীকার বা অস্বীকার করেনি। ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ সত্ত্বেও নয়া দিল্লি রাশিয়া থেকে তেল কেনার পক্ষে অবস্থান বজায় রেখেছে। কারণ রাশিয়া দীর্ঘদিন ধরে ভারতের এক ঐতিহাসিক কৌশলগত অংশীদার। ভারত জানায়, রাশিয়ার তেল আমদানি জ্বালানির দাম কম রাখতে এবং অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল করতে প্রয়োজনীয়। দেশটি মার্কিন শুল্ককে ‘অন্যায্য’ বলেও সমালোচনা করেছে। ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার ফলে মোট শুল্কহার দাঁড়িয়েছে ৫০ শতাংশ। চীনও রাশিয়ার বড় ক্রেতা হলেও, ভারতই একমাত্র বড় অর্থনীতি যার ওপর ট্রাম্প ‘দ্বিতীয় পর্যায়ের শুল্ক’ আরোপ করেছেন। (ডেস্ক রিপোর্ট)।