ফেসবুক,টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করে টাকা কামানোর মাঝে আমি কোনও তফাত দেখতে পাই না।

সম্প্রতি নাট‍ক অভিনেতা শাহেদ আলীর একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে সোশাল মিডিয়ায় চলছে তুমুল বিতর্ক। কারণ,

বিশাল জনগোষ্ঠীর এই দেশে বেকারত্ব একটি বড় সমস্যা, লাখো গ্র‍্যাজুয়েট বেকার হয়ে বসে আছেন চাকরি পাচ্ছেন না। নিজে চলতে পারছেন না, পরিবারকে সাপোর্ট করতে পারছেন না।

এর বাইরে দেশে কোটি মানুষ রয়েছে যাদের তেমন শিক্ষা নাই, তাই তারাও আয় রোজগার সেভাবে করতে পারছেন না।

এই শিক্ষিত ও অশিক্ষিত দুই শ্রেণীর মানুষেরই আর্থিক অভাব দূর করতে সোসাল মিডিয়া হয়ে উঠেছে নির্ভরযোগ্য স্বাধীন একটি মাধ্যম। তাই অনেক তরুণ-তরুণী বিকল্প পথ হিসেবে বেছে নিচ্ছে এই ফেসবুক ও ইউটিউবকে।

অনেকে সফলতাও দেখছেন, আয় করে সাবলম্বি হচ্ছেন। নিজে চলছেন পরিবার চালাচ্ছেন।

এমন জনগুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্মকে নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করায় চটেছেন অনেকে ফেসবুক ব্যবহারকারী।

অনেকে শাহেদ আলীকে তার বক্তব্য ফিরিয়ে নিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

শাহেদ আলী তার ফেসবুকে লিখেনঃ

“ফেসবুক,টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করে টাকা কামানোর মাঝে আমি কোনও তফাত দেখতে পাই না।”

(বিনোদন ডেস্ক)