শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে শিক্ষক নেতারাঃ সমাধান হয়নি, আন্দোলন চালিয়ে যাবো, যমুনা অভিমুখে লংমার্চ বিকেল ৫টায়

শিক্ষা উপদেষ্টা ড. অধ্যাপক সি আর আবরারের সঙ্গে বৈঠকেও মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ও ভাতা সংক্রান্ত ইস্যুতে সমাধান আসেনি। বৈঠককে আইওয়াশ দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। এর আগে, দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বাড়ি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকটি শুরু হয়। সচিবালয় থেকে বের হয়ে তিনি ঘোষণা দেন, ‘আমাদের আন্দোলন চলবে। বিকেল ৫টায় যমুনা অভিমুখে লংমার্চ শুরু করব’। বাড়ি ভাড়া ২০ শতাংশসহ শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা- এই তিন দাবিতে টানা পাঁচদিন ধরে রাজধানীতে কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। (ডেস্ক রিপোর্ট)।